রাজশাহীতে অসহায় মানুষদের পাশে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের “ছোট্ট স্বপ্ন”

নিজস্ব প্রতিবেদকঃ

করোনা আতঙ্কে যেন থমথমে রাজশাহী।গোটা বিশ্ব এখন মহামারি করোনা আতঙ্কে স্তব্ধ। যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। সারাদেশের ন্যয় রাজশাহী প্রায় সপ্তাহখানেক যাবৎ স্তব্ধ হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে মানুষের জীবন সংগ্রাম। যে যার মত নিজেকে বাঁচাতে নিজ বাড়ীতে অবস্থান করছে। ফলে অতি মাত্রায় খাদ্য সংকটে পড়ে কষ্টে দিনপার করছেন এ জেলার সাধারন খেটে খাওয়া বেশিরভাগ মানুষ।

তাদের জীবনমান কিছুটা হলেও স্বাভাবিক রাখতে ইতি মধ্যে সরকারের পক্ষ হতে নেয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। ঠিক সে সময়তে প্রশাসনের পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন “ছোট্ট স্বপ্ন”।
করোনা সংকট মোকাবেলায় আজ বুধবার রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার বেড়পাড়া গ্রাম ও নগরীর বিভিন্ন স্থানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ছোট্ট স্বপ্ন কর্তৃক ত্রান বিতরণ করা হয়।
“ছোট্ট স্বপ্ন” এর উদ্যোগে বেড়পাড়া গ্রামের প্রায় ৩০ টি পরিবারের মাঝে চাল,ডাল,আলু,তেল,লবণ ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনটির স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষদের হাতে ত্রান তুলে দেন।
এসময় “ছোট্ট স্বপ্নের” সভাপতি সাবিহা আক্তার সহ সংগঠনটির আরো সদস্যরা উপস্থিত ছিলেন।