রাজশাহীকে ১২৬ রানের টার্গেট দিল খুলনা

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। মিরপুরে সন্ধ্যায় টস জিতেছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

 

তিনি ব্যাট করার সিদ্ধান্ত নেন। তবে তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেনি সতীর্থরা। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় সংগ্রহ পায়নি খুলনা টাইটান্স। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করেছে মাহমুদউল্লাহর দল। জয়ের জন্য রাজশাহী কিংসকে করতে হবে ১২৬ রান।

 

ব্যাট হাতে খুলনার আরিফুল হক অপরাজিত সর্বোচ্চ ৩২ রান করেন। ২২ করে রান করেন নিকোলাস পুরান ও মাহমুদউল্লাহ রিয়াদ। ১১ রান করেন আব্দুল মাজিদ ও ১২ রান করেন হওয়েল। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ‍ছুঁতে পারেনি।

 

বল হাতে রাজশাহীর সামিত প্যাটেল ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন। ১টি করে উইকেট নেন আফিফ হোসেন, ড্যারেন স্যামি ও কেসরিক উইলিয়ামস।

 

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মঙ্গলবার ঢাকার কাছে হেরে যায় খুলনা। অন্যদিকে এলিমিনেটর ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে দারুণ এক জয় পায় রাজশাহী।

 

আজ যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে। আর যারা হারবে তারা বিদায় নেবে।

সূত্র: রাউজিংবিডি