রাকাব-এ নতুন মহাব্যবস্থাপকের যোগদান

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর নতুন মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন মো. নূরুল ইসলাম। ১ এপ্রিল তিনি যোগদান করেন।

রাকাব-এ যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি)-এর ফরিদপুর, কুষ্টিয়া ও ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

১৯৮৩ সালে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি)-তে যোগদান করেন তিনি। বিকেবি ও পরবর্তীতে রাকাব-এর বিভিন্ন শাখা ও জোন এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করেন তিনি।

মো. নূরুল ইসলাম ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউট ও বিআইবিএম থেকে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি উপ-মহাব্যবস্থাপক থেকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়ে ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি)-তে যোগদান করেন।

১৯৬০ সালে নাটোর জেলার চরপাটকোল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টর অব ভেটিনারি মেডিসিন (ডি.ভি.এম) ডিগ্রি অর্জন করেন।

স/শা