রহস্যময় নারী চরিত্রে মেহজাবিন চৌধুরী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বীমা কোম্পানির মাঝারি অফিসার বাশার ক্লায়েন্ট নির্বাচনের ক্ষেত্রে প্রথমেই মানবজাতিকে দুটি শ্রেণিতে ভাগ করে ফেলার চেষ্টা

এক. সুখী পরিবার, অন্যটি দুঃখী পরিবার। তারপর তিনি দুঃখী পরিবারকে তার ক্লায়েন্ট হতে উদ্বুদ্ধ করেন। একদিন বাশারের কাছে হিজাবপরা রোকসানা ছোট মেয়েকে নিয়ে জীবন বীমা করতে আসে।

রোকসানা বাশারের কাছে জানতে চায় আত্মহত্যায় যদি কারো মৃত্যু হয় তাহলে বীমা সংক্রান্ত বেনিফিট পেতে নমিনির কোনো সমস্যা হবে কিনা? বাশারের এই হিজাবপরা নারীকে বেশ রহস্যময় মনে হয়।

এরপর রোকসানা তার মেয়েকে নিয়ে বৃদ্ধ হাসেম বিন আবদুল্লাহর বইয়ের দোকানে ‘খুঁজে রাঙা পথ’ নামে একটি বই কিনতে আসে। দোকানি নীল হিজাবপরা রোকসানাকে ‘খুঁজে রাঙা পথের’ বদলে তার নিজের লেখা বই ‘বোরকা পরা মেয়ে’ উপহার দেয়।

নীল হিজাবপরা রাগী রাগী রোকসানাকে হাসেমের ভালো লাগে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘প্রেম তুমি আমি’। হাসান রেজাউলের পরিচালনায় এতে রোকসানা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। নাটকটি আজ রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।