রহনপুর-সিঙ্গাবাদ রুট দিয়ে নেপালকে ট্রানজিট দেয়া হচ্ছে

গোমস্তাপুর প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের রহনপুর- ভারতের সিঙ্গাবাদ রেল রুট দিয়ে নেপালকে ট্রানজিট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নেপালের সঙ্গে থাকা ট্রানজিট চুক্তি সংশোধনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

এই সংশোধনী প্রস্তাব অনুমোদন হলে নেপাল এ রুট দিয়ে মালামাল আনা নেয়া করতে পারবে। ইতিপূর্বে নেপাল এ রুট দিয়ে মংলা বন্দর দিয়ে আমদানীকৃত সার পরিবহণ করেছে। এর আগে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত রহনপুর রেল স্টেশন পরিদর্শন করে এ রুট দিয়ে তারা নেপালের সীমান্তবর্তী স্টেশন বীরগঞ্জ পর্যন্ত রেল পথে পন্য পরিবহণ করতে আগ্রহ প্রকাশ করে।

এ ছাড়া ভারতও এ রুট দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। যা বাংলাদেশ সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ রুট দিয়ে পন্য পরিবহণের পাশাপাশি ভারত ও নেপালে যাত্রীবাহী ট্রেন চলাচলের সম্ভাবনা রয়েছে।