রশিদ খান ভাবাচ্ছেন ভারতকেও

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চলছে বাংলাদেশ-আফগানিস্তান ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচেই টাইগাররা টের পেয়েছেন রশিদ খান কী জিনিস? কোনোভাবেই রশিদ জুজু কাটিয়ে উঠতে পারেননি তারা। আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে তা বেশ ভাবাচ্ছে সাকিব-মুশফিকদের।

এ তো গেল বাংলাদেশের কথা। বহু আগে থেকেই কি না রশিদ খানকে নিয়ে কাঁপতে লেগেছে ভারত! চলমান সিরিজ শেষে ক্যারিবীয় অঞ্চলে পাড়ি জমাবেন তামিমরা। সেখানে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন তারা।

তবে আফগানরা থেকে যাবেন ভারতেই। সফরকারী হিসেবে স্বাগতিকদের বিপক্ষে খেলবেন টেস্ট। এ দিয়েই ক্রিকেটের নতুন যুগে প্রবেশ করবেন তারা। এটি হবে নব্য টেস্ট স্ট্যাটাস পাওয়া দলটির ক্রিকেট ইতিহাসের অভিষেক টেস্ট।

সেই টেস্ট সামনে রেখে রশিদকে নিয়ে আলোচনার ঝড় উঠেছে ভারতের ক্রিকেট অঙ্গনেও। কদিন আগে আইপিএল মাতিয়েছেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত পরিসরে এরই মধ্যে নিজের জাত চিনিয়েছেন। এবার অভিজাত ভার্সনে কেমন পারফর্ম করেন সেটিই ভাবাচ্ছে ভারতকে।

সময়ের আলোচিত আরেক লেগ স্পিনার কুলদীপ যাদব। ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা। সেই টেস্টে নজর থাকবে তারও ওপর। সম্প্রতি নিজের ক্যারিয়ার ও ওই ম্যাচ নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

স্পোর্টস স্টারকে দেয়া সাক্ষাৎকারে কুলদীপ বলেন, রশিদ খান টি-টোয়েন্টির সেরা স্পিনার। বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে খেলে সে। ছোট ফরম্যাটে সত্যিই অসাধারণ বোলার ও।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম সারির ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ফলে দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নামতে হবে ভারতকে। তাই সেই টেস্টে দুদলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের গন্ধ পাচ্ছেন কুলদীপ।

তিনি বলেন, শুধু রশিদ খান নয়, দলটিতে আরও কয়েকজন বোলার আছেন; যারা ম্যাচের চালক হতে পারেন। তাদের বিপক্ষে খেলাটা কঠিন হবে। চেষ্টা থাকবে নিজের সেরাটা দেয়ার। বলার অপেক্ষা রাখে না, সেও তার দেশের জন্য সেরাটা দিয়ে খেলবে। আশা করছি, একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা।