রক্তচাপ মাপবে অ্যাপল ওয়াচ ৪!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আইফোনের সঙ্গে এবার আসছে অ্যাপল ওয়াচ সিরিজ ৪।

আগের সংস্করণগুলোর ফিচারের সঙ্গে নতুন অ্যাপল ওয়াচটির মিল থাকলেও এতে বাড়তি হিসেবে থাকবে বড় আকারের ডিসপ্লে ও সরু বেজেল। কেজিআই সিকিউরিটিজের সাবেক বিশ্লেষক মিং চি কুর দাবি অনুযায়ী, আগের সংস্করণগুলোর চেয়ে অ্যাপল ওয়াচ ৪ এর ডিসপ্লে ১৫ শতাংশ বড় হবে।

স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দিতে ডিভাইসটিতে প্রেশার ও ব্লাড গ্লুকোজ পরিমাপের সেন্সর যোগ করা হতে পারে।

অ্যাপল ওয়াচটিতে অপারেটিং সিস্টেম হিসেবে চলবে ওয়াচওএস৫। অপারেটিং সিস্টেমে নতুন যোগ হবে ওয়াকিটকি অ্যাপ, পডকাস্ট সমর্থন ও থার্ড পার্টি অ্যাপ থেকে অডিও শোনার সুবিধা।

ডিভাইসটির দাম কতো হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। যেহেতু
অ্যাপল ওয়াচ সিরিজ ৩ এর দাম ছিলো ২৭ হাজার ৬৩৬ টাকা সেহেতু ধরে নেওয়া যায় নতুন অ্যাপল ওয়াচ সিরিজটির দাম এর চেয়ে কিছুটা বেশিই হবে।

নতুন অ্যাপল ওয়াচ সিরিজ ৪ সম্পর্কে ঘোষণা আসতে পারে আগামী ১২ সেপ্টেম্বর।

গ্যাজেটস নাউ ও সিনেট অবলম্বনে