রংপুরে হাঁসের বাচ্চার মাথায় শিঙ!

মাথার ওপর প্রায় নিজের সমান একটা শিঙ। এক মাস বয়সী হাঁস ছানাটির মাথায় হঠাৎ গজানো এই শিঙ সজারু কাটার মতো শক্ত।

দ্রুত বর্ধনশীল এই শিঙ নিয়ে হুলুস্থুল পড়েছে রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী বড়দরগা গ্রামের আনিসুর রহমানের বাড়িতে।

আনিসুর জানান, ৫ সপ্তাহ আগে বাড়ির একটি হাসের ডিম ফুটে ১৪টি বাচ্চা বের হয়। গত সপ্তাহে হঠাৎ করেই একটি ছানার মাথায় বাড়ন্ত কিছু দেখেন। দু-তিন দিনের মধ্যে সেটি দেড় ইঞ্চির মতো বেড়ে যায়।

প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ফরহাদ নোমান শিমুল জানান, হাঁসের ছানার শিঙ থাকেনা, জীনগত সমস্যার কারণে এমনটি হয়ে থাকতে পারে।

ধাতব বস্তুর মতো শক্ত শিঙ-সদৃশ লম্বা অংশটি নিয়ে ঝিম ধরে থাকলেও হাঁস ছানাটি দেখতে মানুষ ভিড় করছে ওই বাড়িটিতে। ভিড়ের কারণে স্থানীয় ইউনিয়ন পরিষদ সেখানে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সতর্ক করেছে।

 

সুত্রঃ সময়