সোমবার , ৩ জুলাই ২০১৭ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রংপুরের সিটি মেয়র ঝন্টুর ওপর হামলা, যুবক আটক

নিউজ ডেস্ক
জুলাই ৩, ২০১৭ ১২:৫৬ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রংপুর সিটি করপোরেশনের মেয়র শরীফ উদ্দিন আহম্মেদ ঝন্টুর ওপর অতর্কিত হামলা চালিয়েছে সাদ্দাম হোসেন নামে এক যুবক। ঘটনার পরপরই হামলাকারী যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। রবিবার বিকেল ৫টার পর শহরের গুপ্তাপাড়ায় মেয়রের বাসভবনের সামনে একটি ফার্নিচার দোকানে এই হামলার ঘটনা ঘটে। কোলোয়ালী থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আটক যুবককে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার বিকেল সাড়ে ৫টার  দিকে আসরের নামাজ শেষে মেয়র ঝন্টু তার নিজ বাড়ির সামনে সাজঘর ফার্নিচারে বসে গল্প করছিলেন। এ সময় নগরীর কুকরুল এলাকার একরামুল হকের ছেলে সাদ্দাম হোসেন (২৫) অতর্কিত হামলা চালায়। এ সময় তিনি চেয়ার থেকে মাটিতে পড়ে যান এবং আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা সাদ্দামকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

মেয়র ঝন্টু উপস্থিত সাংবাদিকদের জানান, ‘সাদ্দাম এসে আমাকে জানায়, তার মামা মুক্তিযোদ্ধা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে, তাকে দেখতে আপনাকে যেতে হবে। আমি  বলি,  এখন যাওয়া সম্ভব নয়। পরে তাকে দেখতে যাব। আমার কথা শুনে  সে তখন চলে যায়। কিছুক্ষণ পর আবারও ফিরে এসে অতর্কিত  হামলা চালায়।’

ঘটনাটিকে উদ্দেশ্য-প্রণোদিত বলে দাবি করে মেয়র ঝন্টু বলেন, ‘আমার ধারণা এর পেছনে শক্ত কোনও চক্র আছে।’

কোতয়ালী থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, ‘এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। এজাহারে মেয়র কী অভিযোগ করেন, তা দেখে বিস্তারিত জানাব।’ সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - রাজশাহীর খবর