যৌন শিক্ষার স্কুলে কি শিখছে শিক্ষার্থী !

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশের মতো দেশে যেখানে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন শারীরিক পরিবর্তন এবং অবশ্যম্ভাবী প্রজনন স্বাস্থ্য নিয়ে আলাপ-আলোচনা করা সামাজিকভাবে অনেকটা নিষিদ্ধ একটি বিষয়, সেখানে শ্রেণীকক্ষে এসব বিষয়ে শিক্ষাদান করা নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ।

দেশটির সরকার দীর্ঘদিন চেষ্টা করে, পাঠ্যক্রমে প্রজননস্বাস্থ্য বিষয়ক অধ্যায় অন্তর্ভুক্ত করেও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি।

কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন একটি পন্থায় প্রজনন স্বাস্থ্য ও জেন্ডার শিক্ষা দেয়ার একটি উদ্যোগ গ্রহণ করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে একটি পাইলট প্রকল্প করে গত ৫ বছর ধরে সাড়ে তিনশ বিদ্যালয়ে এ বিষয়ক পূর্ণাঙ্গ একটি কোর্সও পড়ানো হচ্ছে।

উদ্যোগটি কতটা সফল হলো?

প্রজনন স্বাস্থ্য নিয়ে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের সামাজিক সংস্কার কি দূর হলো?