যে শর্তে মারিওপোলের মেয়রকে ছেড়ে দিল রুশ সেনারা

পাঁচ দিন জিম্মি থাকার পর রুশ সেনাদের হাতে থেকে মুক্তি পেয়েছেন মারিওপোলের মেয়র ইভান ফেডোরভ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৯ জন রাশিয়ান বন্দির বিনিময় মেয়র ইভান ফেডোরভ মুক্তি দেওয়া হয়।

ইউক্রেনের প্রেসিডেন্টের প্রধান মুখপাত্র দাশা জারিভনার মতে, মারিওপোলের মেয়র ইভান ফেডোরভকে অপহরণ করে রুশ বাহিনী পাঁচ দিন ধরে বন্দি করে রেখেছিল।

ইউক্রেনীয় টেলিভিশনে কথা বলার সময় ইউক্রেনের প্রেসিডেন্টের একজন প্রেস সেক্রেটারি বলেন, রাশিয়ান নিয়োগপ্রাপ্তদের বয়স ১৮-১৯ বছরের বয়সের বন্দিদের মুক্তির বিনিময় মেয়রকে মুক্ত করা হয়েছে।

পাঁচ দিন আগে ফেডোরভের অপহরণের পর মারিওপোলের বাসিন্দারা তার অপহরণের বিরুদ্ধে প্রতিবাদ করতে নেমেছিল।

দক্ষিণ ইউক্রেনের মারিওপোল শহরের মেয়র ইভান ফেডোরভকে অহরণ করেছেন রুশ সেনারা।  শুক্রবার তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এক টুইটবার্তায় ইউক্রেনের পার্লামেন্ট তিনি জানিয়েছিলেন, ১০ জনের একটি দল মারিওপোলের মেয়র ইভান ফেডোরভকে অপহরণ করেছে।

 

সূত্রঃ যুগান্তর