‘যে কোনও ভাবে দলকে সাহায্য করতে চাই’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বয়স হয়ে গেলে ৪১। স্বপ্ন দেখেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলছেন আইপিএল। করোনায় স্থগিত হওয়া চতুর্দশ আইপিএলের প্রথম পর্বে তিন ম্যাচে সুযোগ পেলেও এখন আর একাদশে জায়গা হচ্ছে না হরভজন সিংয়ের। তাকে ছিটকে দিয়েছেন সাকিব আল হাসান, সুনিল নারিনের মতো তারকা স্পিনাররা।

২ লাখ রুপিতে হরভজনকে কিনেছিল নাইট রাইডার্স। যদিও নতুন জার্সিতে একটিও উইকেট পাননি হরভজন। অথচ আইপিএলে তার সংগ্রহ ১৫০টি উইকেট। চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সেই সব উইকেট নিয়েছেন তিনি। মাটিতে পা রেখে হরভজন বুঝতে পেরেছেন, এই আইপিএলই হয়তো তার শেষ। রাজস্থান রয়্যালসের ম্যাচ শেষে তিনি বলেন, ‘আর খেলব কিনা জানি না, তবে কলকাতার সঙ্গে এই যাত্রাটা খুব উপভোগ করেছি।’

গতকাল রাজস্থানকে ৮৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্লে অফের দিকে আরও এগিয়ে গেছে নাইট রাইডার্স। সাকিব-নারিন দুজনেই দুর্দান্ত করছেন। হরভজন খেলা ছাড়লেও আইপিএলে কোনো দলের কোচ অথবা মেন্টর হতে রাজি। তিনি বলেন, ‘আমার জীবনে ক্রিকেটই সব। ভারতীয় ক্রিকেটকে যে কোনও ভাবে সাহায্য করতে আমি তৈরি। কোচ অথবা মেন্টর সব রকম ভাবেই কাজ করতে রাজি। যে কোনও ভাবে দলকে সাহায্য করতে চাই।’

সূত্র: কালের কন্ঠ