রবিবার , ১৯ জানুয়ারি ২০২০ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

যে কারণে ৫ পেসার নিয়ে পাকিস্তান সফরে বাংলাদেশ

Paris
জানুয়ারি ১৯, ২০২০ ১২:৫৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন গেল ভারত সফরে অনুপস্থিত অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।

স্কোয়াডে নেয়া হয়েছে পাঁচ জেনুইন পেস বোলার। তারা হলেন – রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম আর আল আমিন হোসেন।

চমক হিসেবে দলে ডাক পেয়েছেন ২০ বছর বয়সী ডানহাতি পেসার হাসান মাহমুদ। বঙ্গবন্ধু বিপিএলে দারুণ পারফরম্যান্সের সুবাদে সুযোগ পেয়েছেন তিনি।

অথচ দলে নেই একজনও বাঁহাতি স্পিনার। যে কারণে বিশ্লেষকরাসহ ক্রিকেটপ্রেমীরা যে প্রশ্ন তুলেছেন, স্পিনার না নিয়ে পাঁচজন পেসার নেয়া হলো কেন?

এ প্রশ্নের জবাব রয়েছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কাছে।

তিনি বলেন, ‘টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে লাহরে। সেখানের কন্ডিশনের কথা বিবেচনা করেই পাঁচজন পেসার নিয়েছি আমরা। লাহোরে এখন প্রচন্ড ঠাণ্ডা। কুয়াশা আর শিশির পড়ছে অনেক। এমন কন্ডিশনে উইকেটে ফাস্ট বোলাররা সুইং বেশি পাবেন। আর স্পিনারদের বল গ্রিপিংয়ে সমস্যা হবে। ’

তিনি আরও বলেন, ‘লাহরের সবগুলো ম্যাচই দিবারাত্রির। কুয়াশা আর শিশিরে উইকেট ভেজা থাকবে। ঐ কন্ডিশনে বাড়তি স্পিনার খেলানো রীতিমত ঝুঁকি মনে করে পেস আক্রমণে মনোযোগী হয়েছি আমরা। কারণ কুয়াশা ভেজা মাঠে বল স্কিড করে। এটা পেসারদের জন্য বাড়তি সাহায্য হবে। এসব চিন্তা থেকেই পাঁচ জন পেসার নেয়া হয়েছে স্কোয়াডে।’

গাদ্দাফী স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশ দল অন্তত তিন পেসার নিয়ে নামবে বলে জানান মিনহাজুল আবেদিন নান্নু।

উল্লেখ্য, দলে এই পাঁচ পেসার ছাড়াও প্রতিষ্ঠিত হিসেবে জায়গা পেয়েছেন ৮ ব্যাটসম্যান। তারা হলেন – তামিম ইকবাল, সৌম্য সরকার, নাইম শেখ, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব আর নাজমুল হোসেন শান্ত।

এছাড়া অলরাউন্ডার হিসেবে দলে ঠাঁই করে নিয়েছেন মেহেদি হাসান ও আমিনুল ইসলাম বিপ্লব।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

সর্বশেষ - খেলা