যে কারণে মিথিলার বর্তমান স্বামীকে পছন্দ করেন তাহসান

১১ বছরের দাম্পত্য ভাঙার পর সংগীতশিল্পী তাহসান নতুন করে কোনো সম্পর্কে না জড়ালেও রাফিয়াত রশিদ মিথিলা কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে জীবনসঙ্গী করেছেন।

গত বছরের ডিসেম্বরে মিথিলা দ্বিতীয় বিয়ের প্রথম বার্ষিকী উদযাপন করেছেন। একমাত্র মেয়েকে আইরাকে নিয়ে সৃজিতের সঙ্গে সুখেই আছেন এই অভিনেত্রী।

তবে সাবেক স্ত্রীর বিয়ে নিয়ে এতদিন কোনো মন্তব্য না করলেও এবার তার স্বামী সৃজিতকে নিয়ে কথা বলেছেন তাহসান।

‘নো ল্যান্ডস ম্যান’ ছবি নিয়ে সম্প্রতি কলকাতার আনন্দবাজার ডিজিটালকে সাক্ষাতকার দিয়েছেন সংগীতশিল্পী তাহসান। সেখানে আলাপচারিতার একপর্যায়ে সৃজিত মুখার্জির প্রসঙ্গ উঠে আসে।

ভারতের কোন অভিনেতাকে ভাল লাগে- প্রশ্নের জবাবে তাহসান বলেন, ছোটবেলা থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে বড় হয়েছি। এ ছাড়াও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাজ দেখেছি। খুব ভাল লাগে।

আর পরিচালক হিসেবে কাকে ভালো লাগে- জানতে চাওয়া হলে তিনি সত্যজিৎ রায়ের নাম বলেন।

সুযোগ পেলে ভারতের কোন পরিচালকের সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে- এমন প্রশ্নে তাহসান বলেন, আমি এ রকম রিজিড চিন্তাভাবনা করি না। আগে দেখি গল্পটা কেমন।

‘তবে এখন সৃজিত আমার খুবই প্রিয়, কারণ আমার মেয়েরও খুব ভাল লাগে তাকে। যদিও আগে থেকেই তার কাজ বেশ পছন্দ করতাম। এ ছাড়াও রাজ চক্রবর্তীর কাজ দেখে বেশ ভাল লেগেছে।’

কলাকাতায় না যাওয়ার প্রসঙ্গে তাহসান বলেন, আসলে আমি যে ধরনের কাজ করতে চাই, সে ধরনের কাজের জন্য এখনও ডাক পাইনি। তাই কনসার্ট বা অভিনয়ের জন্যও যাওয়া হয়নি কখনও। তবে এখন কলকাতায় যাওয়ার একটা বড় কারণ পেয়েছি।

‘আমার মেয়ে আইরা সেখানে তার মায়ের সঙ্গে থাকে। তাই কলকাতা আসার জন্য আমার মন এখন উড়ছে! জীবনের এমন একটা জায়গায় আছি, কলকাতায় যে কাজই পাব, লুফে নিয়ে চলে যাব।’

 

সুত্রঃ যুগান্তর