যে কারণে ব্রাজিলে চীনা টিকার পরীক্ষা স্থগিত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

ব্রাজিলে একজন করোনা টিকা গ্রহণকারীর শরীরে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেওয়ায়  চীনা টিকার পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা সোমবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

একদিকে চীনা ওষুধ কম্পানি সিনোভেক বায়োটেকের করোনাভ্যাক টিকা সম্পর্কে এই ঘোষণা দিলো অন্যদিকে মার্কিন কম্পানি ফাইজার তাদের তৈরি টিকার কার্যকারিতা ৯০ শতাংশ বলে দাবি করছে।

গেল ২৯ অক্টোবর টিকার বিরুপ প্রতিক্রিয়ায়  পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই ঘটনার তদন্ত চালানো হচ্ছে।

সিনোভেক,ফাইজার ও অক্সফোর্ডেও টিকার তৃতীয় ধাপের পরীক্ষা চলছে। এই তিনটা টিকারই পরীক্ষা ব্রাজিলে চালানো হচ্ছে।

সূত্র: কালেরকন্ঠ