যে কারণে বাদ পড়লেন সাইফউদ্দিন-রাহি

বোর্ড থেকে ২১ জনের তালিকা দেওয়া হয়েছে। যাদের সঙ্গে পরবর্তী এক বছরের জন্য চুক্তি করবে বিসিবি। সেই তালিকায় নেই পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন আর পেসার আবু জায়েদ রাহির নাম।

কেন তারা চুক্তিভুক্ত ২১ জনের ভেতরে নেই? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সে ব্যাখ্যা দিয়েছেন। আজ শুক্রবার নান্নু জানান, ‘আপনারা ইতোমধ্যে ২১ জনের একটা তালিকা পেয়েছেন। আমরা চুক্তির নামগুলো দিয়েছি। এক বছরের জন্য নির্বাচক প্যানেল এই নামগুলো বোর্ডে দিয়েছে।’

তবে ২১ জনের নাম দেওয়া হলেও কে কোন গ্রেডে, তা জানানো হয়নি। কেন? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর উত্তর, ‘পরবর্তীতে গ্রেডিং ঠিক করা হবে, এটা ক্রিকেট অপারেশন্স থেকে করা হয়। এই ২১ জনকেই আমরা দিয়েছি।’

চুক্তিভুক্ত ২১ জনে সাইফউদ্দিনের না থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নান্নু বলেন, ‘সাইফউদ্দিন ইনজুরিতে আছে। আপনারা জানেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দীর্ঘ সময়ের ইনজুরিতে পড়েছে। ওকে বোর্ড যথেষ্ট সময় দিচ্ছে, লন্ডন থেকে ডাক্তারও দেখিয়ে এনেছে। ইতিবাচক দিক হলো সুস্থ হচ্ছে, প্রিমিয়ার লিগ খেলার জন্য প্রস্তুত। ও যখন খেলায় ফিরে আসবে, জাতীয় দলের জন্য এভেইলেবল হয়ে যাবে, তখন আমরা আবার তাকে চুক্তিবদ্ধ করব।’

অন্যদিকে রাহির চুক্তির বাইরে থাকার কারণ জানাতে গিয়ে নান্নু বলেন, ‘রাহি মাঝখানে অনেকদিন ধরে নিয়মিত হতে পারছে না। এজন্য ওকে এক বছরের জন্য আমরা বাইরে রেখেছি। তারপরও নিয়মিত হয়ে গেলে আমরা আবারও তাকে চুক্তিবদ্ধ করতে বলব।’

 

সূত্রঃ জাগো নিউজ