যে কারণে ‘পঞ্চপাণ্ডবকে’ সৌভাগ্যবান মনে করেন মাশরাফি

অবসর না নিলেও ২০১৭ সালের এপ্রিল থেকে জাতীয় দলে খেলছেন না মাশরাফি বিন মুর্তজা। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) প্রতি আসরে মাঠে পাওয়া যায় তাকে।

এবারের বিপিএলেও খেলেবেন তিনি। ঢাকার হয়ে মাঠে তোপ দাগাবেন নড়াইল এক্সপ্রেস।

রোববার ঢাকায় হয়ে যাওয়া আইজিপি কাপ যুব কাবাডির ফাইনালে উপস্থিত ছিলেন মাশরাফি।

সেখানে সম্প্রতি আলোচনায় থাকা ‘পঞ্চপাণ্ডব’ প্রসঙ্গটি ওঠে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পঞ্চপাণ্ডবরা সৌভাগ্যবান বলে জানালেন মাশরাফি।

এর যুক্তিতে নড়াইল এক্সপ্রেস বলেন , ‘যে পাঁচ জনের (পঞ্চপাণ্ডব) কথা বলছেন, আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না। আপনি যদি আমাদের আর্লি ক্যারিয়ার দেখেন, তখন যদি সোশ্যাল মিডিয়া থাকত আমরা এতদূর খেলতে পারতাম না। যখন একজন তরুণ খেলোয়াড় পারফর্ম করতে না পারে, তখন চারদিক থেকে আক্রমণ করা হলে সে মানসিকভাবে ভেঙে পড়ে। এখানে (ব্যক্তিগত আক্রমণ না করে) আমাদের সাপোর্টটা খুব প্রয়োজন।’

 

সূত্রঃ যুগান্তর