যেখানে বিশ্বসেরা রোনালদো, ভারতসেরা কোহলি

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অনুসারী সংখ্যার দিক থেকে ভারত সেরা বিরাট কোহলি। আর বিশ্বসেরা ক্রিশ্চিয়ানো রোনালদো।

লিওনেল মেসির মতো বিশ্বতারকাকে ছাড়িয়ে চূড়ায় আছেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো।

সম্প্রতি এক তালিকা প্রকাশ করেছে হুপার্স এইচকিউ। সেখানেই উঠে এসেছে এ তথ্য।

হুপার্সের ২০২১ সালের ইনস্টাগ্রামে ধনীদের যে তালিকা প্রকাশ পেয়েছে তাতে ১৯তম স্থানে রয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহিল। ভারতীয়দের মধ্যে তিনিই প্রতি ইনস্টাগ্রাম বাবদ সব থেকে বেশি টাকা ‘চার্জ’ করেন।

এ লিস্টে সবার উপরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২১ সালে তার প্রতি পোস্টের চার্জ ছিল ১,৬০৪,০০০ ডলার। কোহলির চার্জ ৬৮০,০০০ ডলার। ইনস্টাগ্রামে বিরাটের ফলোয়ার সংখ্যা ১৭৭ মিলিয়ন; যা ভারতীয় সেলিব্রিটিদের মধ্যে সব থেকে বেশি।

কোহলি ছাড়া একমাত্র ভারতীয় যিনি প্রথম ৫০-এ রয়েছেন তিনি হলেন প্রিয়াঙ্কা চোপড়া। ২৭ নম্বরে রয়েছেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের প্রতি পোস্টের চার্জ ৪০৩,০০০ ডলার। সোশ্যাল মিডিয়াতে তারা প্রমোশনাল পোস্টের মধ্যে দিয়ে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি রোজগার করেছেন।

 

সূত্রঃ যুগান্তর