যুব সমাজকে রক্ষার জন্য আমার সকল পদক্ষেপ গ্রহণ করেছি: আরএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, রাজশাহী মেট্র্রোপলিটন পুলিশে যোগদান করার পরপরই Youth Generation এর চাহিদার প্রেক্ষিতে সাইবার ক্রাইম ইউনিট গঠন করেছি। উদিয়মান যুব সমাজকে পথভ্রষ্ট হওয়া থেকে বিরত রাখার জন্য ডিজিটাল ডাটাবেজ তৈরি করা হয়েছে। যুব সমাজ একটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। সুতরাং এই যুব সমাজকে রক্ষা করার জন্য আমার সকল পদক্ষেপ গ্রহণ করেছি।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নগরীর সাহেব একটি রেস্টুরেন্টে Student Leadership Development Workshops (SLDW) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, এই কর্মশালা থেকে আপনারা জানতে পারবেন যে, পুলিশ কিভাবে কাজ করে। একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদেরও সমাজের প্রতি কর্তব্য রয়েছে। এই সেমিনারের মাধ্যমে পুলিশ ও যুব সমাজের মাঝে একটি সৌহার্দ্যের ব্রীজ গঠন হবে। এই মেলবন্ধন সমাজ উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।
পরিশেষে কমিশনার তিনি সকল ছাত্রছাত্রীদের উজ্জল ভবিষ্যৎ কামনা করে এবং সকলকে ধন্যবাদ জানান।