যুদ্ধ করতে ২০ হাজার বিদেশি নাগরিকের আবেদন : ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

প্রায় ২০ হাজার বিদেশি নাগরিক রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে আবেদন করেছেন বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।

রবিবার দেশটির স্থানীয় গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এ তথ্য জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানান, ঠিক কোন কোন দেশ থেকে আবেদনগুলি এসেছে তা নির্দিষ্ট করে বলবেন না। তবে ৫২টি দেশের স্বেচ্ছাসেবকরা এ পর্যন্ত ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়ার জন্য আবেদন করেছেন বলে জানান তিনি।

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন