বুধবার , ১২ এপ্রিল ২০১৭ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

যুক্তরাষ্ট্র হামলা করলে পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া

Paris
এপ্রিল ১২, ২০১৭ ২:০২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন রণতরী এখন উত্তর কোরিয়া অভিমুখে। এর জবাবে তিন বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতির নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন।

 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএর বরাত দিয়ে মঙ্গলবার রয়টার্স এ খবর প্রকাশ করেছে। কেসিএনএ জানিয়েছে, আমেরিকা কোনো আগ্রাসন চালানোর চেষ্টা করলে পরমাণু হামলা করবে উত্তর কোরিয়া।

 

সম্প্রতি সিরিয়াতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আমেরিকা। তাৎক্ষণিক সে হামলার বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় উত্তর কোরিয়া।

 

এদিকে, এক মার্কিন শীর্ষ কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, সিরিয়ায় মতো উত্তর কোরিয়াতেও ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে প্রতিরক্ষা সংক্রান্ত বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, মার্কিন নৌবহরের গতিমুখ ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন যুদ্ধ করতে চায়। ওরা যেমন চায় তেমনই যুদ্ধ করবে পিয়ংইয়ং।

সূত্র:কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক