যুক্তরাষ্ট্র গলায় ছুরি ধরে আছে, অভিযোগ চীনের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চীনের পণ্যের ওপর ধারাবাহিকভাবে মার্কিন প্রশাসনের শুল্ক আরোপকে ‘গলায় ছুরি ধরার’ সঙ্গে তুলনা করেছে শি জিনপিং এর দেশ। এ রকম অবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বসা অসম্ভব বলে জানিয়ে দিয়েছেন চীনের উপ-বাণিজ্যমন্ত্রী ওয়াং শোয়েন।

সোমবার থেকে চীনের ওপর নতুন করে দু’শ বিলিয়ন ডলারের মার্কিন শুল্ক আরোপ কার্যকর হয়েছে। তার প্রতিক্রিয়া জানাতে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চীনের উপমন্ত্রী শোয়েন এসব কথা বলেন।

শোয়েন আরো বলেন, আলোচনার জন্য চীন প্রস্তুত। কিন্তু দু’পক্ষেরই পারস্পরিক বিষয়গুলো সমানভাবে ও মর্যাদার সঙ্গে বিবেচনা করা দরকার।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করে গলায় ছুরি ধরে আছে। এ রকম পরিস্থিতিতে তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা সম্ভব নয়।