যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান কিনতে ‘কোনো শর্ত’ মানবে না তুরস্ক

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, কোনো শর্ত মেনে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-১৬ যুদ্ধবিমান কিনবে না তুরস্ক।

তুরস্ককে এফ-১৬ বিমান যুদ্ধবিমান দেওয়ার ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে অন্যতম একটি হলো- তুরস্ক তাদের পার্শ্ববর্তী দেশ গ্রিসে এসব বিমান উড়াতে পারবে না।

তবে তুরস্ক সাফ জানিয়েছে, এমন শর্ত মেনে তারা বিমান নেবে না।

এ ব্যাপারে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আমরা পরিস্কার করে দিতে চাই আমরা এগুলো মানব না।

তুরস্কের গণমাধ্যম এ হাবারের সঙ্গে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, যুদ্ধবিমান কেনার চুক্তি বাতিল বা দেরি হওয়া এমন কোনো কিছুর লক্ষণ তারা এখনো দেখেননি।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, বর্তমানে বিমান কেনার বিষয়টির ‘টেকনিক্যাল’ বিষয়গুলো নিয়ে আলোচনা করছে  তুরস্ক ও যুক্তরাষ্ট্র।

এদিকে গত জুনে ফিনল্যান্ড-সুইডেনকে ন্যাটোতে যোগ দেওয়ার ক্ষেত্রে সবুজ সংকেত দেয় তুরস্ক। এরপরই তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির কথা জানান প্রেসিডেন্ট জো বাইডেন।

রাশিয়ার এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় তুরস্কের কাছে সামরিক সরঞ্জার বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এমনকি তুরস্ককে তাদের এফ-৩৫ যুদ্ধবিমানের পোগ্রাম থেকেও বাদ দিয়ে দেয়।

 

সূত্রঃ যুগান্তর