যাত্রীর হুইল চেয়ারে ২৫ কেজি সোনা!

সিল্কসিটিনিউজ ডেস্ক: সিঙ্গাপুর থেকে আগত এক যাত্রীর  কাছ থেকে সাড়ে ১২ কোটি টাকার ২৫ কেজি সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।

শনিবার গভীর রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই যাত্রীর হুইল চেয়ার থেকে ওই সোনা লুকানো অবস্থায় উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সোহেল রহমান রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর এয়ারলাইনসের এসকিউ ৪৪৬ নম্বর ফ্লাইটে গতকাল রাত সাড়ে ১০টার দিকে শাহজালাল বিমানবন্দরে নামেন তিনি। হুইল চেয়ারে করে রাত ১১টায় গ্রিন চ্যানেল অতিক্রমকালে কাস্টমসের কর্মকর্তারা চ্যালেঞ্জ করে তল্লাশি করেন। এ সময় বিশেষ কৌশলে আনা হুইল চেয়ার থেকে ২৫০টি সোনার বার উদ্ধার করা হয়। যার মোট ওজন প্রায় ২৫ কেজি। বর্তমান বাজার মূল্য সাড়ে ১২ কোটি টাকা।

ঢাকা কাস্টমস আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, চিকিৎসা নিতে শুক্রবার সিঙ্গাপুরে গিয়েছিলেন। তবে শনিবারই দেশে ফেরেন। তার বাড়ি নীলফামারী। পেশায় চিপসের ব্যবসায়ী। আটক জামিলের বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: রাইজিংবিডি