যাওয়ার আগে যা বলে গেলেন সাকিব

নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নেওয়ার পর গত কয়েকদিনে একাধিক সাক্ষাতকার দিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে বেশ তোলপাড় ফেলে দিয়েছেন সাকিব। বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। আর ব্যক্তিগত কিছু কাজ সেরে গতরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার। সেখানে তিনি নিজের পরিবারের সঙ্গে সময় কাটাবেন। দেশ ছাড়ার আগে তিনি বিদায়ী বছরে দেশের ক্রিকেট নিয়ে হতাশা ব্যক্ত করেন। একইসঙ্গে ভবিষ্যতে আশার গল্পও শোনান।

এ বছর সবচেয়ে আর্কষণীয় ও গুরুত্বপূর্ণ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে ভালো করাই প্রধান লক্ষ্য ছিল টাইগারদের। কিন্তু সেখানে দলের ভরাডুবি হয়েছে। বিশ্বকাপ নিয়ে সাকিব বলেন, ‘হতাশাজনক। একটা বড় ইভেন্ট ছিল। বিশ্বকাপকে ঘিরে আমাদের বড় একটি টার্গেট ছিল। সেটা পরিপূর্ণ করতে পারিনি। সেদিক থেকে হতাশ। কিন্তু এরকম এর আগেও হয়েছে। যার পরে আমরা ভালোভাবে কামব্যাক করেছি। আশা করছি নতুন বছরে আমরা ভালোভাবে কামব্যাক করতে পারব এবং নিজেদের আরও উন্নতি করতে পারব।’

বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ড সফরে। ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ড যাননি সাকিব। যদিও নিউজিল্যান্ডের বিরূপ কন্ডিশনে সাকিব দারুণ সফল। নিউজিল্যান্ডের মাটিতে ভালো করতে হলে আত্মবিশ্বাসের প্রয়োজন বলে মনে করেন সাকিব। অতীতের রেকর্ড মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘সেখানে ব্যাটিংটা আসলে খুবই ভালো করা যায়। শেষবারের সফরে অনেকেই একশ করেছে। তামিম, রিয়াদ ভাই, সৌম্য সবাই সেঞ্চুরি করেছিল। সোনে আসলে রান করা যায়। সেই বিশ্বাসটা যেন সবাই রাখে।’

যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে দেখা করতে গিয়েছেন সাকিব। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই তিনি আবারও দেশে ফিরবেন। বিপিএলের অষ্টম আসরে কোন দলে খেলবেন তা নিশ্চিত করে বলেননি সাকিব। তবে বরিশাল ফ্র্যাঞ্চাইজির সাথে কথা হয়েছে বলে জানালেন, ‘এখন পর্যন্ত আসলে বরিশালের সাথে কথা হয়েছে। সব ঠিকঠাক থাকলে বরিশালের হয়ে খেলব।’ আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল। ১৮ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে আসর।

 

সূত্রঃ কালের কণ্ঠ