‘যদি একসঙ্গে কাজ করি, সন্ত্রাসীরা পরাজিত হবেই’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে সন্ত্রাসীরা অবশ্যই পরাজিত হবে।

সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি সন্ত্রাস দমনে বাংলাদেশের সক্ষমতা তৈরিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশেষজ্ঞ সহায়তার প্রস্তাব দিয়েছেন।

সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে নিশা দেশাই সাংবাদিকদের বলেন, ‘এই দেশের প্রতি সমর্থনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। মার্কিন সহায়তা আগের মতোই থাকবে।’

বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তায় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসবাদ বৈশ্বিক হুমকি। এটা আমাদের একসঙ্গে মোকাবিলা করতে হচ্ছে।’

 

সূত্র; রাইজিংবিডি