যক্ষারোগ প্রতিরোধে রাজশাহীতে নাটাবের মত বিনিময় সভা অনু্ষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

যক্ষারোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে রাজশাহীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় নগরীর এসকে ফুড ওয়াল্ড রেষ্টুরেন্ট কনভেনশন সেন্টারে এ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব)।

নাটাব রাজশাহী জেলা শাখার সভাপতি এডভোকেট গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (স্বাস্থ্য) রাজশাহী বিভাগ ডা.মো. আবদুস সোবহান।

বিশেষ অতিথি ছিলেন, নাটাবের বিভাগীয় সহ পরিচালক ডা. ইসমত আরা ও দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।

এছাড়া অনুষ্ঠানে সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, যক্ষা রোগ এখন ভয়ানক ব্যাধী নয়। চিকিৎসায় যক্ষা রোগ ভাল হয়, এজন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা এ রোগটি পুরোপুরিভাবে দমন না করতে পারলেও তা নিয়ন্ত্রন করতে পারি। সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে একে অপরকে সচেতন করতে থাকি তাহলে যক্ষা রোগ নিয়ন্ত্রন সম্ভব।

তারা বলেন, আক্রান্ত রোগীদের সাথে দুরুত্ব তৈরী করা যাবে না। পরিবারের কেউ যক্ষা রোগে আক্রান্ত হলে তাকে পুর্ণাঙ্গ চিকিৎসা এবং মানষিক সহায়তা প্রদান করতে হবে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা পৌছে দিচ্ছে। প্রয়োজনে তাদের আশ্রয় নিতে হবে। যক্ষাকে ভয় না করে তা নিয়ন্ত্রনে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নাটাবের রাজশাহী জেলা সাধারণ সম্পাদক এডভোকট শাহীনুল হক মুন।

স/শ