ম্যানইউ-ম্যানসিটি ডার্বি: মুখোমুখি লড়াইয়ে এগিয়ে যে দল

মৌসুমের প্রথম ডার্বিতে আজ মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচটি শুরু হবে শনিবার রাত সাড়ে ১১টায়।

রেড ডেভিলদের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচের আগে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ওলেগানার সোলশায়ের বলেন, “আমাদের সবচেয়ে দুশ্চিন্তার জায়গা হল ডিফেন্স। প্রতিপক্ষের জালে ১৯ গোল করার বিপরীতে ১৭ গোল হজম করা মোটেও কাম্য নয়। এই বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ ওদের বেশ কিছু ভালো ফুটবলার আছে, যারা সুযোগটা নেয়ার চেষ্টা করবে।”

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেন, “ওদের বিপক্ষে আমাদের শেষটা সাক্ষাতটা ভালো ছিলো না। তবে আমরা সেটা নিয়ে বসে নেই।  আমরা জয় পেতে চাই। কারণ লিগে এখন পর্যন্ত বেশ কিছু ম্যাচে আমরা পয়েন্ট হারিয়েছি। এই তালিকা আরও লম্বা হলে আমরা লক্ষ্যে পৌঁছুতে পারবো না।”

এখন পর্যন্ত ১৮২ বার মুখোমুখি হয়েছে এই দুই নগর প্রতিদ্বন্দ্বী। মুখোমুখি লড়াইয়ে অবশ্য অনেক এগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ৭৬ বার জিতেছে রেড ডেভিলসরা। অন্যদিকে ৫৪ বার জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানসিটি। আর বাকি ৫২ ম্যাচ ড্র হয়েছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ