ম্যাথুসের নেতৃত্বে আস্থা রাখছে শ্রীলঙ্কা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হারের পরই সমালোচনার মুখে ছিলেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। তার নেতৃত্ব নিয়েই ছিল প্রশ্ন। যদিও সেসব সমালোচনাকে পাত্তা না দিয়ে তাকে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত রাখার পক্ষে শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্ট।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হারের পরই সমালোচনার মুখে ছিলেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। তার নেতৃত্ব নিয়েই ছিল প্রশ্ন। যদিও সেসব সমালোচনাকে পাত্তা না দিয়ে তাকে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত রাখার পক্ষে শ্রীলঙ্কান ম্যানেজমেন্ট। তার পক্ষেই কথা বলেছেন শ্রীলঙ্কার নির্বাচক কমিটির প্রধান সনাথ জয়সুরিয়া ও এসএলসি সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা।

প্রোটিয়াদের পক্ষে টেস্ট সিরিজে হারের পরেই এর ময়নাতদন্তে বসেছিল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসএলসি)। সেখানে ছিলেন অধিনায়ক ম্যাথুস, কোচ গ্রাহাম ফোর্ড ও ম্যানেজার রনজিৎ ফারনান্ডো। সঙ্গে আলোচনা হয় ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ নিয়েও।

এ প্রসঙ্গে এসএলসি বোর্ড সভাপতি সুমাথিপালা বলেন, ‘ম্যাথুস ভালোভাবে নিজের কাজ সম্পর্কে জানে। আশা করছি দলকে সংগঠিত করতে ওর কাজ করা উচিত।’

এসময় দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ নিয়ে আশার বাণী শোনান লঙ্কান বোর্ড সভাপতি, ‘আমি আশা করছি প্রোটিয়াদের পিচগুলা আমাদের ক্রিকেটারদের কাছে অনুকূল হিসেবেই থাকবে।’

একইভাবে ম্যাথুসের অধিনায়কত্বে আস্থা রয়েছে নির্বাচক প্রধান জয়সুরিয়ার। ম্যাথুসের নেতৃত্বকে কোনওভাবেই প্রশ্নবিদ্ধ করতে নারাজ তিনি, ‘ম্যাথুসের নেতৃত্বকে কোনও ভাবেই কাঠগড়ায় দাঁড় করানো উচিত নয়। আর এখন ম্যাথুসকে দোষারোপ করারও সময় নয়। এই মুহূর্তে ম্যাথুসের পাশে দাঁড়ানো উচিত।’

সূত্র : বাংলাট্রিবিউন