বুধবার , ৮ জানুয়ারি ২০২০ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ম্যাচ পরিত্যক্ত ঘোষণার আগেই স্টেডিয়াম থেকে চলে যান কোহলিরা

Paris
জানুয়ারি ৮, ২০২০ ৮:০৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টস হওয়ার পরই বৃষ্টির হানা। বৃষ্টির কারণে গত রোববার গুয়াহাটিতে ভারত-শ্রীলংকার মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত হয়। তবে ম্যাচ পরিত্যক্ত ঘোষণার আগেই মাঠ থেকে চলে যান দুই দলের ক্রিকেটাররা। এ নিয়ে চলছে বিতর্ক।

রোববার রাত সাড়ে ৯টায় শেষবারের মতো মাঠ পরিদর্শনে যান ম্যাচ রেফারি ও আম্পায়াররা। তার আগে থেকেই অনুমেয় ছিল খেলা সম্ভব নয়। অবশেষে রাত ৯টা ৫৪ মিনিটে ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘোষণা করেন ম্যাচ রেফারি।

গুয়াহাটি ক্রিকেট সংস্থার সচিব দেবজিৎ সইকিয়া জানান, ম্যাচ রেফারি ডেভিড বোন ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘোষণা দেয়ার আগেই ভারত ও শ্রীলংকা দুই দলের অধিকাংশ ক্রিকেটার স্টেডিয়াম ছেড়ে চলে যান।

গুয়াহাটি ক্রিকেট সংস্থার ওই সচিব আরও বলেছেন, এটা আমার কাছে একটা রহস্য। অধিকাংশ ক্রিকেটার রাত ৯টার সময় মাঠ ছেড়ে চলে যান। রাত ৯.৫৪ মিনিটে ম্যাচ পরিত্যক্তের ঘোষণা আসে। আমি সত্যিটা তুলে ধরলাম।

তিনি আরও বলেন, রোববার গুয়াহাটি স্টেডিয়ামে ১ঘণ্টা তিন মিনিট ধরে প্রচন্ড বৃষ্টি হয়েছিল। আম্পায়াররা স্পষ্ট করে দিয়েছিলেন রাত পৌনে ৯টার মধ্যে মাঠ খেলার জন্য উপযুক্ত না হলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে। মাঠ কর্মীদের ৫৭ মিনিট সময় দেয়া হয়েছিল। আরও কিছু সময় পেলে আমরা মাঠ খেলার জন্য প্রস্তুত করে তুলতে পারতাম।

সর্বশেষ - খেলা