শুক্রবার , ১৪ এপ্রিল ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ম্যাচ জয়ের পরও ১২ লাখ জরিমানা পান্ডিয়ার

Paris
এপ্রিল ১৪, ২০২৩ ৪:৩১ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :

বর্তমানে ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম সফল দল গুজরাট টাইটান্স। গতবারের শিরোপাধারীরা এবারও বেশ ছন্দে রয়েছে। আসরের ৪ ম্যাচের মধ্যে তিনটিতেই জয় পেয়েছে হার্দিক পান্ডিয়ার দল। পাঞ্জাব কিংসের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তারা জয় ছিনিয়ে নিয়েছে। তবে এরপরই জরিমানা গুণতে হলো পান্ডিয়াকে। দল জিতলেও নিজে ফ্লপ সময় কাটাচ্ছেন এই অলরাউন্ডার। তবে জরিমানা গুণেছেন স্লো ওভার রেটের কারণে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) আগে ব্যাট করা পাঞ্জাবকে মাত্র ১৫৩ রানে আটকে দেন গুজরাটের বোলাররা। মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেন মোহিত শর্মা। এরপর তুলনামূলত ছোট টার্গেটে খেলতে নেমে শুরুটা খারাপ করেনি গুজরাট। তবুও ম্যাচটি অত সহজেই শেষ হয়নি। পাঞ্জাব ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের দিকে নিতে থাকে। তবে শেষ পর্যন্ত তাদের পুঁজি যথেষ্ট ছিল না। শুভমান গিলের ৪৯ বলে ৬৭ রানের হাত ধরে ৬ উইকেটের জয় পায় গুজরাট।

গুজরাটে জয়ের ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে বল করেননি পান্ডিয়া। একইসঙ্গে ব্যাট হাতেও টানা ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন তিনি। আগের দুই ম্যাচেও রান না পাওয়া পান্ডিয়া এই ম্যাচে ১১ বলে ৮ রান করেন। তবে নিজের পারফরম্যান্সের পাশাপাশি ম্যাচ শেষেও দুঃসংবাদ শুনতে হয়েছে তাকে। আইপিএলের কোড অব কন্ডাক্ট অনুযায়ী তার বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ উঠেছে। সেই কারণে শুক্রবার গুজরাট অধিনায়ক পান্ডিয়াকে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে।

আইপিএলের লক্ষ্য ছিল, ম্যাচগুলো তিন ঘন্টা ২০ মিনিটের মধ্যে শেষ করা। তবে কিছু কিছু ম্যাচে সেই সমসয়সীমা ৪ ঘণ্টা ছাড়িয়ে যাচ্ছে। এর আগেরদিন ম্যাচ জিতেও রাজস্থান রয়েলসের অধিনায়ক সঞ্জু স্যামসনকেও একই অভিযোগে সমপরিমাণ অর্থ জরিমানা করা হয়।

এই ম্যাচ জয়ে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে গুজরাট। সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে পাঞ্জাব ষষ্ঠ স্থানে রয়েছে।

সর্বশেষ - খেলা