ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোন আলাপে যা বললেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। জেলেনস্কি টুইটারে নিজেই এই তথ্য জানিয়েছেন।

এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, অবরুদ্ধ মারিউপোল শহরে আটকা পড়া মানুষদের সরানোর বিষয়ে কথা বলেছেন তিনি।  জেলেনস্কি বলেন, মারিউপোলে ফ্রান্সকে অবশ্যই মানবিক করিডোর বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

গত ২৪ ফেব্রুয়ারি  ইউক্রেনে আক্রমণ করে রুশ সেনাবাহিনী।  আক্রমণের আজ ৩৭তম দিন। কিন্তু রুশ সেনারা এখন পর্যন্ত ইউক্রেনের বড় কোনো শহর দখল করতে পারেনি।

যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের গোয়েন্দারা বলেছেন, ইউক্রেনের সেনাদের তীব্র প্রতিরোধের মুখে পড়ে বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে রাশিয়ার সেনাবাহিনী। তারা ইউক্রেনের কয়েকটি অবস্থান থেকে সেনা প্রত্যাহার করে অন্য এলাকায় শক্ত অবস্থান নেওয়ার চেষ্টা করছে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন