‘ম্যাক্রোঁ পুতিনের কাছে এমন অনুরোধ করেননি’ দাবি ফ্রান্সের

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ব্যাক্তিগত অনুরোধে ইউক্রেনের নাগরিকরদের আশ্রয় দেওয়ার দাবি করেছে রাশিয়া।

রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিনের কাছে ম্যাক্রোঁ অনুরোধ করেছেন, মানবিক দিক বিবেচনা করে রাশিয়া যেন রাজধানী কিয়েভ, খারকিভ ও অনন্য শহরের বাসিন্দারে আশ্রয় দেয়।

তবে ফ্রান্সের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর এলিসি প্রাসাদ বার্তা সংস্থা এএফপির কাছে দাবি করেছে, ম্যাক্রোঁ পুতিনের কাছে কখনো এমন অনুরোধ করেননি।

এলিসি প্রাসাদের দাবি, ম্যাক্রোঁ পুতিনকে বলেছেন, রাশিয়া যেন আন্তর্জাতিক মানবাধিকার আইন, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা ও মানবিক সাহায্য পৌঁছানোর বিষয়টিতে খেয়াল রাখেন।

এদিকে রাশিয়ার সেনারা ইউক্রেনেরে রাজধানী কিয়েভ ও কারকিভসহ বেশ কয়েকটি শহর ঘিরে রেখেছে । আর এ শহরগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে তারা। ফলে সেখানে প্রতিদিন অসংখ্য বেসামরিক নাগরিক নিহত ও আহত হচ্ছেন।

বিশ্বের শক্তিধর দেশগুলো রাশিয়ার ওপর বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে।  বড় বড় প্রতিষ্ঠানগুলো রাশিয়ায় তাদের সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে।

কিন্তু তবুও ইউক্রেনে নিজেদের আগ্রাসন  বন্ধ করেনি রাশিয়া। উল্টো বিভিন্ন জায়গায় হামলার তীব্রতা বাড়িয়েছে তারা।

 

সূত্রঃ যুগান্তর