ম্যাকেঞ্জির দেখানো পথেই হাঁটছেন আফিফ

বাংলাদেশের ব্যাটিং পরামর্শক পদ থেকে সদ্য অব্যাহতি দিয়েছেন নেইল ম্যাকেঞ্জি। তার থেকে পাওয়া ব্যটিং নৈপুন্যকে আরো শাণিত করতে চান তরুণ তারকা আফিফ হোসেন। দেশের প্রতিশ্রুতিশীল তরুণ তারকা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া আফিফ করোনা মাহামারি চলাকালে অনলাইনে ম্যাকেঞ্জির সঙ্গে বেশ কয়েকবার আলোচনা করেছেন এবং তার কাছ থেকে গুরুত্বপূর্ণ টিপস পেয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ব্যক্তিগত অনুশীলনের ব্যবস্থা করার পর সেখানে ম্যাকেঞ্জির পরামর্শ অনুসরণ করছেন আফিফ। সাংবাদিকদের এই তরুণ তারকা বলেন, ‘লকডাউনের সময় ব্যাটিং নিয়ে চিন্তা করার অনেক সময় পেয়েছি। আমাদের সাবেক ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জির সাথে অনলাইনে আলোচনায় ব্যাটিংয়ের কিছু টেকনিক নিয়ে কাজ করেছি। একক প্রশিক্ষণে আমি ম্যাকেঞ্জির নির্দেশনাগুলোকেই অনুসরণ করছি। সেগুলো আয়ত্ত্ব করতে পারলে হয়তো আমার সমস্যার সমাধান হবে এবং আরো ভালো পারফর্ম করতে পারব।’

২০১৮ সালে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে আফিফের। গত বছর থেকে এই ফরম্যাটে সে দলের নিয়মিত সদস্য। টিম ম্যানেজমেন্ট চায় লোয়ার অর্ডারে তার ব্যাটিং নৈপুণ্যকে ব্যবহার করতে। একই বছর ওয়ানডে ক্রিকেটেও অভিষেক ঘটেছে আফিফের। এখনো পর্যন্ত দেশের হয়ে তিনি একটি ওয়ানডে এবং ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টিম ম্যানেজমেন্টের নির্দেশনা মেনেই তিনি এখনো পর্যন্ত কাজ করে চলেছেন।

লকডাউনের সময়টা কঠিন গেছে উল্লেখ করে আফিফ বলেন, ‘লকডাউনের সময়টা কঠিন গেছে। আমাদের কোচিং স্টাফ, ট্রেনাররা যেসব সূচি তৈরি করে দিয়েছেন তা বাসায় করার চেষ্টা করেছি। আমরা অনলাইন বৈঠকে অংশ নিয়েছি, সেখানে ট্রেইনার এবং সিনিয়র খেলোয়াড়রা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন। এখন মিরপুর এসে অনুশীলন করতে পেরে ভালো লাগছে। নিজের যেসব সেশন দরকার তা করতে পারছি। আশা করি এগুলো আমরা চালিয়ে যেতে পারব। আশা করি এগুলো সামনে ভাল করতে সহায়ক হবে।’