মৌলভীবাজারে জলপ্রপাতে রুয়েট ছাত্রের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মৌলভীবাজারের কমলগঞ্জে জলপ্রপাতে ডুবে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রথম বর্ষের এক ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম রেজাউল করিম (২২)।

শনিবার উপজেলার ইসলামপুর ইউনিয়নের ত্রিপুরা সীমান্তবর্তী হামহাম জলপ্রপাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, রুয়েটের প্রথম বর্ষের ছাত্রদের ৭ সদস্যের একটি দল সকাল ৯টার দিকে দুর্গম পাহাড়ি এলাকার ওই জলপ্রপাতে যায়। পানি কম থাকায় তারা সেখানে গোসল করতে নামে। কিন্তু সকাল ১০টার দিকে আকস্মিকভাবে জলপ্রপাতে পানি ও স্রোত বেড়ে যায়। এতে পানিতে ডুবে যান রেজাউল করিম।

তার সাথীরা তাকে উদ্ধার করে বেলা ২টার দিকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেজাউলের বাড়ি কুমিল্লায়। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃতদেহটি মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ছাত্রের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা আসার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, পাহাড়ি ছড়ার ওপর থেকে যেখানে পানি পড়ে সে স্থানটি কিছুটা গভীর। সেখানেই পানিতে তলিয়ে যান রেজাউল।