মোহামেডানকে উড়িয়ে দিল সাইফ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

কুমিল্লার মেঘলা আকাশের মত মন খারাপ সাদা কালোদের। ঘরের মাঠে  সাইফ স্পোর্টিং এর কাছে হেরেছে ৩-১ ব্যবধানে। সাত ম্যাচ পর হারল সাদা-কালোরা। শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামের বৈরী আবহাওয়ায় মাঝেই উৎসব করেছে উড়ন্ত সাইফ।

রিয়াদুল হাসান রাফির অধিনায়কত্বে শতভাগ জয় সাইফের।

এদিন ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই যেন ব্যর্থ মাস্টার টেকটিশিয়ান শন লাইনের সব কৌশল। ধর্মসাগর পাড়ে সাইফের এগিয়ে যেতে অপেক্ষা ১৮ মিনিটের। ফাহিমের দুর্দান্ত ক্রসে বল জালে জড়াতে ভুল করেননি উজবেক মিডফিল্ডার আসরোর গফুরভ। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমফন সানডে।

দ্বিতীয়ার্ধে নাটকীয়তা ছড়ায় আবহাওয়া। আলোর স্বল্পতার সাথে বজ্রপাত, প্রায় আধ ঘণ্টা বন্ধ থাকে ম্যাচ। বৃষ্টির মধ্যে সাইফের ঝলক দেখা যায়। ৮০ মিনিটে নাইজেরিয়ান এমেকা ওগবাগ ব্যবধান ৩-০ করে ফেলে। শেষ মুহূর্তে এক গোল শোধ দেন জাফর ইকবাল। ম্যাচ শুরুর তিন ঘণ্টা আগে মিডফিল্ডার অবি মোনেকের নিষেধাজ্ঞায় এক বিদেশি কম নিয়েই নামতে হয়েছে মোহামেডানকে।  দিনের আরেক ম্যাচে মুন্সিগঞ্জে রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। একমাত্র গোলটি করেছেন নাজারে।

১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেখ জামাল। ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ সাইফ, ২২ পয়েন্টে ষষ্ঠ অবস্থানে মোহামেডান। দশ পয়েন্ট নিয়ে দশম স্থানে রহমতগঞ্জ। ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস এবং ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আবাহনী।

 

সূত্রঃ কালের কণ্ঠ