মোহনপুরে সিসিডিবি মাঠ দিবস পালন

মোহনপুর প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলার কামারপাড়ায় সিসিডিবি কর্তৃক আয়োজিত হারভেষ্টপ্লাস বাংলাদেশের সহায়তায় ব্রিধান-৭৪ এর ”মাঠ দিবস ” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিডিবি মোহনপুর এলাকা সমন্বয়কারী রঞ্জিত কুমার সাহা । প্রধান অতিথি ছিলেন উপজেলা বাংলাদেশ ধন গবেষণা ইনস্টিটিউট রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. হারুন-অর-রশিদ।

আরও উপস্থিত ছিলেন, এটিএন বাংলার কৃষি ব্যক্তিত্ব মীর এমদাদ আলী, সিসিডিবি কৃষি ও বীজ প্রমোশন প্রোগ্রামের সমন্বয়কারী মিঃ সমীরণ বিশ্বাস,  হারভেষ্টপ্লাস বাংলাদেশের প্রতিনিধি জাকিউল হাসান, সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেরনেগার, মোহনপুর শাখার শাখা ব্যবস্থাপক রাজেম উদ্দিন, মাঠ সংগঠক রিয়াজুল ইসলাম, জাহিদুল ইসলাম ও আবু সাঈদ এবং বীজ কর্মী জনি ইসলাম ও ভগিরত চন্দ্র তাঁতী।

এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও প্রায় ২০০ কৃষক-কৃষানি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অতিথিবৃন্দ তাদের আলোচনায় মানব দেহে জিংকের উপকারীতা সম্পর্কে বিশদ আলোচনা করেন। বিশেষ করে শিশু ও নারীদের জন্য জিংক সমৃদ্ধ খাবার বিশেষ উপকারী।

স/শ