মোহনপুরে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেলে বিতরণ

মোহনপুর প্রতিনিধি :

মোহনপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়। বৃত্তি ও বাইসাইকেল বিরণ উপলক্ষ্যে  আজ বৃহস্পতিবার দুপুর ২টার  মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে  অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমা তুজ্-জোহরা। এতে প্রধান অতিথি ছিলেন পবা-মোহনপুরের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড,আব্দুস সালাম, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, ইউপি চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস, হযরত আলী, আব্দুল মান্নান, ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, প্রমূখ। পরে প্রাথমিক পর্যায়ে ২৬ জন শিক্ষার্থী, মাধ্যমিক পর্যায়ে ১৪ জন, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৩ জন শিক্ষা বৃত্তি পান। ১০ জন কিশোরীর মাঝে ১০ টি বাইসাইকেল বিতরণ করা হয়।