মোহনপুরে খামার যান্ত্রিক রাইচ ট্রান্সপ্লান্টা’র প্রদর্শনী

মোহনপুর প্রতিনিধি:
ফসল উৎপাদন বৃদ্ধির আওতায় খামার প্রকল্প দ্বিতীয় পর্যায়ে   মোহনপুরে খামার যান্ত্রিক রাইচ ট্রান্সপ্লান্টার প্রদর্শনী  ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

সোমবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে  কামারপাড়া বড়াই মাঠে খামার যান্ত্রিক রাইচ ট্রান্সপ্লান্টার বোরো ধান বীজের চারা রোপন ও  প্রদর্শনী অনুষ্ঠানে সভাপত্বি করেন কৃষক আব্দুল লতিফ। স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুন বলেন, বোরো বীজ ও চারা রোপনে বর্তমান সরকার কৃষকদের মাঝে ৫০% ভর্তুকীতে  এই মেশিন ক্রয়ের সুবিধা প্রদান করেছে।

 

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম। রাজশাহী জেলা কৃষি প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা সহকারী কৃসি সম্প্রসারন কর্মকর্তা শরাফত হোসেনসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ কৃষক- কৃষানী উপস্থিত ছিলেন।

স/আর