মোহনপুরে খাদ্যে ভেজাল প্রতিরোধ আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী

মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় খাদ্য ভেজাল প্রতিরোধ আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টা উপজেলা  রুমে পরিবেশ সুরক্ষা খাদ্যে ভেজাল প্রতিরোধ প্রধানমন্ত্রী ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়সহ বিভিন্ন সেক্টরে সরকারে অর্জিত সফলতার কথা জানানো হয়। এ সময় সরকারের উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্ত করনের লক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবিরের সভাপতিত্বে এবং সহকারী তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী পরিচালনায় প্রধান অতিথি পরিবেশ অধিদপ্তরে উপ-পরিচালক মামুন-অর-রশিদ।

 
স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শামসুজ্জামান।

 
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর রাজশাহী সহকারী পরিচালক অপূর্ব অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, বানেচা বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাদিকুল ইসলাম স্বপন, সাধারন সম্পাদক মুত্তাকিন আলম সোহেল, বিভিন্ন  ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান , ইমাম প্রমুখ।
স/শ