মোহনপুরে কচুরিপানায় আটকে ডুবতে যাওয়া ব্যক্তিকে বাঁচালো পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর মোহনপুর উপজেলায় বিলের পানিতে থাকা কচুরিপানায় আটকে ডুবতে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করেছে মোহনপুর থানা পুলিশ। আজ সোমবার দুপরে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ব্যক্তির নাম মিলন হোসেন (৪০)। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার মহিষ কুন্ডি গ্রামের এমাজউদ্দীনের ছেলে।

প্রত্যাক্ষদর্শী সদর গ্রামের মৃত তমির শাহ্ ছেলে জেকের জানান, উপজেলা সদরের খরখরচা বিলে ব্র্যাক অফিসের প্রাচীরের ২০০ মিটার দুরে বেলা সাড়ে ১১ টার সময় ঘাস কাটছিলেন। এসময় আনুমানিক বেলা ১২ টার সময় নিজের জমিতে আগাছা পরিস্কার করতে জমিতে নামেন মিলন। ঘাস কাটতে কাটতে তিনি মিলনকে দেখতে না পেয়ে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন তিনি।

তাকে খুঁজে না পেয়ে পাশে সে ব্র্যাক অফিসে গিয়ে ব্র্যাকে কর্মরত লোকজনদের জানালে বিষয়টি জানালে তারা বিষয়টি পাত্তা না দিয়ে রাগারাগি করে তাকে সেখান থেকে চলে যেতে বলেন। তিনি নিরুপায় হয়ে মিলনকে উদ্ধারের জন্য রাস্তায় উঠে পথচারী এমাজ উদ্দিন নামে এক লোকের কাছে কান্নাকাটি করলে সে তৎক্ষনাত বিষয়টি থানায় এসে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদকে জানান। তিনি সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে অফিসার ফোর্স ও স্থানীয় লোকজনের সহযোগিতায় মিলনকে উদ্ধার করে।

অনেকক্ষন যাবত ডোবার পানির কচুরীপনার ভিতরে পড়ে থাকায় তার হাত পা ও শরীর অবস হয়ে গিয়ে সে নড়াচড়া করতে পারেনি। পুলিম তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য মোহনপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছেন। বর্তমানে তার চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, মিলন নামে ওই ব্যক্তি দুপুরে বিলের জমিতে কাজ করছিল। এ সময় হঠাৎ করে বিলের পানির মধ্যে পড়ে যান মিলন। একপর্যায়ে তিনি কচুরিপানায় আটকে ডুবতে থাকেন।

প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে এ তথ্য পেয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে উদ্ধারের জন্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক হোসেন, উপ-পরিদর্শক (এসআই) মিজান, কনস্টেবল ইসমাইল, কনস্টেবল সজীব তাৎক্ষণিকভাবে বিলে নেমে সাধারণ জনগণের সহযোগিতায় মিলনকে উদ্ধার করেন। সেখান থেকে তাকে দ্রুত মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এখন মিলন উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশ মানবিক কাজে সবসময়ই সাধারণ মানুষের পাশে রয়েছে এবং থাকবে বলেও তিনি জানান।

স/অ