মোহনপুরে আইনগত সহায়তা বিষয়ে স্কুল বির্তক প্রতিযোগিতা

মোহনপুর প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুর উপজেলায় জনগণের মাঝে আইন  সচেতনা বৃদ্ধির উদ্যেশে আইনগত সহায়তা বিষয়ে স্কুল বির্তক প্রতিযোগিতা অনু্ষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় ধোপাঘাটা এ,কে এম উচ্চ বিদ্যালয় রুমে স্কুল বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

 

বির্তক প্রতিযোগিতায়  সভাপতিত্ব করেন ধোপাঘাটা এ.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান।

 

বিচারক মন্ডলী ছিলেন ধোপাঘাটা ডিগ্রী কলেজের উপধাক্ষ্য বাবুল আখতার, মতিহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক সাদিকুল ইসলাম স্বপন।

 

উপস্থিত ছিলেন সচেতন এনজিও সমন্বয়কারী মহাসিন আলী, প্রধান শিক্ষক এমাজ উদ্দিন, (জেএফএ) প্রোগামের কর্মকর্তা রোমানা শারমীন,শিরিনা শারমিন,মোহনপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুত্তাকিন আলম সোহেল। সার্বিক  সহযোগিতায় উপজেলা সচেতনের প্রতিনিধি আঃ সামাদ। বির্তক অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক বাবুল হোসেন ও সাজ্জাদ হোসেন ।

 

উক্ত বির্তক অনুষ্ঠানে মতিহার উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও ধোপাঘাটা উচ্চ বিদ্যালয় রানাস আপ হয়। পরে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

স/অ