মোদির উপহারের ৩১ অ্যাম্বুলেন্স হস্তান্তর কাল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র দেওয়া উপহারের ৩১টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও অন্যান্য সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে হস্তান্তর করা হবে আগামীকাল। এর আগে অ্যাম্বুলেন্সগুলোর চালান বেনাপোল কাস্টমস হাউসের আনুষ্ঠানিকতা শেষ করে শনিবার রাতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।

আগামীকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অ্যাম্বুলেন্স ও অন্যান্য উপকরণ হস্তান্তর অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও ভারতের হাইকমিশনার উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সফরকালে গত ২৬-২৭ মার্চ করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী। এরই অংশ হিসেবে শনিবার সকালে অ্যাম্বুলেন্সগুলো ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে আসে।

বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে পৌঁছাবে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।