মোটরসাইকেলের কাগজ চেক: রাজশাহীতে সার্জেন্টকে পেটালো যুবক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে এলাকায় মোটরসাইকেলের কাগজ চেকিং করার সময় ট্রাফিক সার্জেন্ট বিপুলকে (৩৫) পিটিয়েছেন যুবক। মারপিটি করে ওই দুই যুবক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে বলে পুলিশ জানায়।

বিষয়টি নিশ্চিত করেছেন- আরএমপি ডিসি (ট্রাফিক) অর্নিবান চাকমা।

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নগরীর ঘোড়া চত্বর এলাকায় এই ঘটনা ঘটে।  পরে আহত সার্জেন্টকে অন্য ট্রাফিক সদস্যরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেছে।

স্থানীয় কল্পনা নামের এক নারী জানান, ‘সার্জেন্ট বিপুলকে একজন কাঠের একটি চলা দিয়ে পিটিয়েছেন।’

পুলিশ জানায়- একটি সরকারি অফিসের গাড়ি চালক বেলাল হোসেন ও তার সহযোগী মিলে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারা করা হচ্ছে। এর আগে তাদের থেকে মোটরসাইকেলর কাগজ দেখতে চান সার্জেন বিপুল। এসময় তারা কাগজ দেখাতে ব্যার্থ হয়। এতে গাড়ির চাবি নিতে গেলে বাকবিতান্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা সার্জেন বিপুলকে মারপিট করে পালিয়ে যায়।

পরে সার্জেন্টের অন্য সহকর্মীরা তাকে রামেক হপাসাতালে নিয়ে আসে। বর্তমানে ওই সার্জেন্ট অপারেশন থিয়েটারে রয়েছেন বলে পুলিশ জানায়।

আহত সার্জেন্ট বিপুলকে হাসপাতালে দেখতে যান আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।