মেয়র লিটনের সাথে ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ প্রার্থীদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:

আগামী ২৫ ফেব্রুয়ারি রাজশাহী এডভোকেট বার এ্যাসোসিয়েশনের নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থীরা বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান তারা এবং মেয়র নির্বাচনে তাদের সফলতা কামনা করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সভাপতি প্রার্থী এ্যাড. এন্তাজুল হক বাবু, সহ-সভাপতি প্রার্থী এ্যাড. আসির উদ্দিন, এ্যাড. শফিকুল ইসলাম রেন্টু ও এ্যাড. পূর্ণিমা ভট্টাচার্জ, সাধারণ সম্পাদক প্রার্থী এ্যাড. শরিফুল ইসলাম শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) প্রার্থী এ্যাড. মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ তহবিল) প্রার্থী এ্যাড. নাজমুল হক মিন্টু, সম্পাদক হিসাব প্রার্থী এ্যাড. জাহাঙ্গীর আলম, সম্পাদক লাইব্রেরী প্রার্থী এ্যাড. বাবুল হোসেন বাবুল, সম্পাদক অডিট প্রার্থী এ্যাড. সালাউদ্দিন সেলিম, সম্পাদক প্রেস এন্ড ইনফরমেশন প্রার্থী এ্যাড. মিজানুর রহমান বাদশা, সম্পাদক ম্যাগাজিন এন্ড কালচার প্রার্থী এ্যাড. মাজেদুল আলম শিবলী।

এছাড়া সদস্য প্রার্থী এ্যাড. মুঞ্জুর জামান মুকুল, এ্যাড. আসাদুজ্জামান মিঠু, এ্যাড. মলয় কুমার ঘোষ, এ্যাড. আতিকুল আলম সাগর, এ্যাড. আমজাদ হোসেন, এ্যাড. সুমা খাতুন, এ্যাড. রকিবুল হাসান রোকন, এ্যাড. রেজাউল হক ও এ্যাড. আব্দুর রহমান উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন- মহানগর দায়রা জজ আদালতের পিপি এ্যাড. মোসাব্বিরুল ইসলাম সহ অন্য আইনজীবীরা ।

এএইচ/এস