মেয়র লিটনের পর রাজশাহীর আরও দুই এমপি করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের পর রাজশাহী-০৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এবং রাজশাহী-০৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক করোনায় আক্রান্ত হয়েছেন। গত শনিবার (১৫ জানুয়ারি) ও রবিবার (১৬ জানুয়ারি) সংশ্লিষ্টরা এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মুস্তাফিজ মিশু বলেন, ‘প্রধামন্ত্রীর সঙ্গে গণভবনের দেখা করার জন্য তিনি শুক্রবার নমুনা দিয়েছিলেন। গত শনিবার নমুনা পরীক্ষার ফল পজেটিভ এসেছে। তবে তিনি সুস্থ আছেন এবং তার করোনা সংক্রান্ত কোনো শারীরিক লক্ষণ নেই। তিনি ভালো আছেন। আপাতত তিনি (মেয়র লিটন) ঢাকাতেই তার নিজ বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাধীন রয়েছেন। সেখানে দ্বিতীয় দফায় করোনার নমুনা পরীক্ষা করাবেন। এরপর তিনি রাজশাহীতে ফিরবেন। তার সুস্থতার জন্য সকলের নিকট দোয়াপ্রার্থী।’

এদিকে রবিবার (১৬ জানুয়ারি) রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সকালে তার করোনা পজেটিভ হয়েছেন বলে তিনি ফোন পান। পরে এমপি নিজেই করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। এমপি আয়েন উদ্দিন বলেন, ‘সংসদ অধিবেশনে যোগ দিতে সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করা হয়। শনিবার আমিও করোনা পরীক্ষার জন্য নমুনা দেই। রবিবার সকালে ফোন ও ক্ষুদে বার্তা পাঠিয়ে জানানো হয় আমার করোনা পজেটিভ এসেছে।’ তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে আমি সামান্য জ্বর ও সর্দি-কাশি অনুভব করছিলাম। এ ছাড়া আর কোন সমস্য নেই। আমি সুস্থ্য আছি এবং ন্যাম ভবনে থেকে চিকিৎসা নিচ্ছি। আমি সকলের নিকট দোয়া চাই।’

এছাড়া রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকও করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার রাতে করোনা পজিটিভ হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেন।

সূত্র জানায়, দুদিন আগেই করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন এমপি এনামুল হক। এর মধ্যে করোনায় আক্রান্ত হলেন তিনি। এর আগে করোনার দ্বিতীয় ঢেড শুরুর পর তিনি আরও একবার করোনা আক্রান্ত হয়েছিলেন। এমপি এনামুল হক বলেন, ‘সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য গত শুক্রবার নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলাম। শনিবার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে ঘাড় ব্যথা ছাড়া অন্য কোনো শারীরিক সমস্যা বা উপসর্গ নেই। শারীরিকভাবে বেশ ভালো আছি।’

এএইচ/এস