মেয়র লিটনসহ রাজশাহীর এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় বিকেলে

নিজস্ব প্রতিবেদক:

আজ রবিবার কিছুক্ষণের মধ্যে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিআইআরসি রাজশাহী সেনানিবাসে জাতীয় পতাকা প্রদান- ২০১৯ অনুষ্ঠানে যোদ দিতে তিনি রাজশাহীতে আসছেন।

সকাল ১১ টায় বিশেষ হেলিকপ্টারে রাজশাহী আসবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সেনাবাহিনীর ৭,৮,৯ এবং ১০ বীর’র ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা প্রদান) অনুষ্ঠানে যোগদান করে রবিবার সাড়ে ১১টায় শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে প্যারেড পরিদর্শন করবেন তিনি।

এরপর লাঠি খেলা ও ডিসপ্লে উপভোগসহ ফটো সেশন গিফট হস্তান্তরের মধ্যমে বিকালেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

এদিকে ঢাকায় যাওয়ার আগে বিকেল চারটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা বিনিময় করবেন রাসিক মেয়র লিটনসহ রাজশাহীর এমপিদের সঙ্গে। পাশাপাশি প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

বিষয়টি আইএসপিআর’র দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহী সেনানিবাস সাজানো হয়েছে নানা সাজে। পাশিপাশি ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়ে সেনানিবাসসহ আশেপাশের এলাকায়।

সেনানিবাসজুড়ে সাজ সাজ রব বিরাজ করছে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে।

এরআগে গত বছরে ২২ ফেব্রুয়ারি রাজশাহী সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী নগর ও জেলায় ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

নতুন সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী সফর।

স/আর