রবিবার , ২২ জুলাই ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মেয়র প্রার্থীদের নিয়ে আরডিজেএডির সংলাপ

Paris
জুলাই ২২, ২০১৮ ৭:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ঢাকাস্থ রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির (আরডিজেএডি) উদ্যোগে ‘কেমন রাজশাহী চাই’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১১টায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন, বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল, গণসংহতি আন্দোলনের মেয়র প্রার্থী মুরাদ মুর্শেদ, বাংলাদেশ জাতীয় পার্টির মেয়র প্রার্থী হাবিবুর রহমান বক্তব্য দেন।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর উন্নয়নে আমাদের দল মত নির্বিশেষে কাজ করতে হবে। উন্নয়নের জন্য রাজশাহীতে সর্বদলীয় ফোরাম গঠন করতে হবে। সিটি করপোরের সমন্বিত পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়নে নগর সরকারের বিকল্প নেই। নগর সরকার গঠন করার জন্য সিটি করপোরেশনে সব ধরনের উপাদান ও সামর্থ আছে। কিন্তু শুধু ঘোষণা নেই। মেয়রের মন্ত্রীর পদমর্যাদা না থাকায় অনেক কাজ করতে অসুবিধা হয়। আগামীতে মেয়র যিনিই হবেন তাকে পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা দেওয়ার দাবি জানাচ্ছি।

দলমত নির্বিশেষে রাজশাহীর উন্নয়নে কাজ করতে না পারলে আমাদের এই নগরীকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না বলেও জানান তিনি।

বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, নগরীর সার্বিক উন্নয়নের জন্য আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে। সর্বস্তরে যার যেটা দায়িত্ব তা পালন করতে হবে। ব্যক্তি স্বার্থ বাদ দিয়ে সমষ্টির উন্নয়ন নিয়ে কাজ করতে হবে। নগরীর উন্নয়নের জন্য সর্বস্তরের মানুষের মতামত নিতে হবে।

তিনি আরও বলেন, নাগরিক সুবিধা নেওয়ার জন্য নাগরিকদেরও রাষ্ট্রকে সহায়তা করতে হবে। তাদের সচেতন হতে হবে।

রাজশাহীবাসীর সমস্যা, সম্ভাবনা ও সুপারিশ নিয়ে বক্তব্য তুলে ধরেন বিশিষ্ট নাট্যকার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মলয় কুমার ভৌমিক, প্রখ্যাত সংগীত শিল্পী এন্ড্র কিশোর, ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী মন্টু, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি জামাত খান, বিশিষ্ঠ অভিনেতা এমএ আজিজ, বিএফইউজের সহ-সভাপতি মামুন অর রশিদ, বিএফইউজের নিবার্হী সদস্য আনু মোস্তফা, সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামান, আইনজীবী বার সমিতির সভাপতি অ্যাডভোকেট লোকমান আলী, শিক্ষক সমিতির সভাপতি শফিকুর রহমান বাদশা, মহিলা পরিষদের সভানেত্রী কল্পনা রায়, সুজনের সভাপতি আহমেদ শফি উদ্দিন, অভিনেতা মুরাদ পারভেজ, হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী, গম্ভীরার বকুল, সিসিবিভিও’র সারোয়ার ই কামাল স্বপন, বালিয়াপুকুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাসুদ রানা প্রমুখ।

বক্তারা বলেন, মাদকমুক্ত, কর্মমুখী ও নিরাপদ নগরী গড়ে তোলার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা, খেলাধুলার পরিবেশ তৈরিতে পর্যাপ্ত অবকাঠামো গড়ে তুলতে হবে। এছাড়া পদ্মা নদীকে কেন্দ্র করে নগরীর উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধির দাবি জানান তারা।

ঢাকাস্থ রাজশাহী বিভাগের সাংবাদিক সমিতির সভাপতি খায়রুজ্জামান কামালের সভাপতিত্বে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের তত্ত্বাবধানে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি আনোয়ার হক। এছাড়া ধন্যবাদ জ্ঞাপন করেন, সমিতির সহ-সভাপতি মুজিবুর রহমান চোধুরী।

এ সময় অন্যদের মধ্যে সমিতির দীপক দেব, মারিয়া সালাম, মনোরমা আক্তার ও এনায়েত করিমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স/শা

সর্বশেষ - সব খবর