মোস্তাফিজদের ১৭৮ রানের টার্গেট দিল মুম্বাই

আইপিএলের ১৫তম আসরের দ্বিতীয় ম্যাচে খেলছে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটাল।

মুম্বাইয়ের ব্রেবোন স্টেডিয়ামে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় মোস্তাফিজুর রহমানদের দিল্লি ক্যাপিটাল। তবে মোস্তাফিজকে ছাড়াই খেলছে দিল্লি।

প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও ইশান কিশান। ৮.২ ওভারে ৬৭ রানের জুটি গড়েন তারা। এরপর ৫৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় মুম্বাই। তবে উইকেটের একপ্রান্ত আগলে রাখেন ওপেনার ইশান কিশান। তিনি ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেন। তার ৪৮ বলে ১১টি চার ও দুই ছক্কায় অপরাজিত ৮১ রানের সুবাদে ৫ উইকেটে ১৭৭ রানের পুঁজি পায় মুম্বাই। ৩২ বলে চারটি বাউন্ডারি আর দুই ছক্কায় ৪১ রান করে আউট হন রোহিত শর্মা।

টার্গেট তাড়া করতে নেমে ৩.৩ ওভারে ৩০ রান করা দিল্লি পরের ৪২ রানে ৫ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায়।

 

সূত্রঃ যুগান্তর