মেহেরপুরে বদি গুম মামলা : সব আসামি খালাস

মেহেরপুরের গাংনীতে বদিউজ্জামান বদি গুম মামলায় খালাস পেলেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলামসহ ১১ জন। বৃহস্পতিবার মেহেরপুর জজ আদালতের অতিরিক্ত জেলা জজ রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।

খালাসপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- আনারুল ইসলাম, খাইরুল ইসলাম, বকুল, শফিকুল, বাবুল, নাজু, রানা, মোজাম কসাই ও মিলন।

খালাস পাওয়ার পর আদালত চত্ত্বরে সাংবাদিকদের পৌর মেয়র বলেন, সত্যের জয় হয়েছে। আমি ন্যায় বিচার পেয়েছি। আমি যদি পাপ করতাম তাহলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি পেতাম।

এদিকে রায়ে অসন্তোস প্রকাশ করে বদিউজ্জামান বদির মেজো বোন অছিয়া খাতুন জানান, আমি ভাইকেও হারালাম, বিচারও পেলাম না। দীর্ঘ ৮ বছর অপেক্ষা করেছি ভাই হারানোর বিচার পাবো বলে। কিন্তু হাতাশা নিয়ে ফিরতে হচ্ছে। আমার ভাই হত্যার বিচার আমি চাই।

উল্লেখ্য, ২০১২ সালের ২২ এপ্রিল মেহেরপুরের গাংনী উপজেলার মৃত আব্দুর রহমানের ছেলে বদিউজ্জামান বদি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ২৮ এপ্রিল বদির ভাই রবিউল ইসলাম বাদি হয়ে মেয়র আশরাফুলসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা ও গুম মামলা করেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ